• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

হাসপাতালের ডোবায় মিলল রোগীর লাশ

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১০:৩০ পিএম

হাসপাতালের ডোবায় মিলল রোগীর লাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতালের কোয়ার্টারের পেছনের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় নজরুল ইসলাম পলাশ (৪২) নামের এক রোগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন তিনি।

বৃহস্পতিবার ( জানুয়ারি) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল ইসলাম পলাশ জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, মঙ্গলবার ( জানুয়ারিসকালে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে পলাশকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১১নং ওয়ার্ডের বি- বেডে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেডে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক একটি ওষুধ লিখে দিলে ৭টার দিকে হাসপাতালের সামনে ওষুধটি আনতে যান তিনি। ওষুধ নিয়ে ফিরে এসে পলাশকে বেডে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রাতে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে কোয়ার্টারের লোকজনের মাধ্যমে জানতে পারেন একটি লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে তিনি লাশটি পলাশের বলে শনাক্ত করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লোকজনের অজান্তে হাসপাতাল থেকে বের হয়ে ডোবার পাশে গিয়ে সেখানে পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

নূর/এম. জামান

আর্কাইভ