• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

দৌলতপুরে নির্বাচনী সহিংসতায় নারী নিহতের ঘটনায় মামলা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৯:১০ পিএম

দৌলতপুরে নির্বাচনী সহিংসতায় নারী নিহতের ঘটনায় মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের হামলার সময় সমেলা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার ( জানুয়ারি) বেলা ২টার দিকে নিহত ওই নারীর ছেলে ইলিয়াস হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় পাঁচজন ছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত সমেলা খাতুন বাঁচামারা গ্রামের মাহাতাব মাদবরের স্ত্রী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বুধবার ( জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের নং ওয়ার্ডের বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ফুটবল তালা প্রতীকের দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় ওই নারী সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘বুধবার রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার স্বার্থে তিনি আসামিদের নাম প্রকাশ করেননি। ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

নূর/এম. জামান

আর্কাইভ