• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ১২:৫৯ এএম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার ( জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ীর ভবের বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জহুরুল ইসলাম সদরের হরতকি তলা পলাশবাড়ির কেনু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর ডোমার উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশায় থাকা যাত্রী জহুরুল ইসলাম। গুরুতর আহত হন অপর এক যাত্রীসহ অটোরিকশা চালক। তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ডা. কিবরিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

নূর/এম. জামান

আর্কাইভ