প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৮:৩৫ পিএম
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ
নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোনাইমুড়ী উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে একটি একনলা
বন্দুকসহ রবিন হোসেন (২৮)
নামের এক যুবককে আটক
করেছে পুলিশ। এ ছাড়াও পরিত্যক্ত
অবস্থায় পড়ে থাকা একটি
এলজিও উদ্ধার করা হয়। এ
দিকে দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদার হোসেনের ওপর হামলা করে
তাকে মারধর করেছে দুর্বৃত্তরা।
বুধবার
(৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চাষীরহাট ১নং
ওয়ার্ড রথী সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে ওই
যুবককে আটক করা হয়।
আটককৃত রবিন সোনাইমুড়ী পৌরসভার
বানুয়াই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে।
পুলিশ
জানায়, ভোটগ্রহণ চলাকালে চাষীরহাট রথী সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রের সামনের সড়কে একটি মোটরসাইকেলের
গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার গতিরোধ করে
পুলিশ। পরে তার শরীরে
তল্লাশি চালিয়ে একটি একনলা
বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায়
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের
করা হয়েছে।
অপরদিকে,
সকাল ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার
আমিশাপাড়া ইউনিয়নে বাচারগাঁ ভোটকেন্দ্রের পশ্চিম
পাশের ঝোপ থেকে
পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি
উদ্ধার করা হয়।
নূর/এম. জামান