• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৯:৫৭ পিএম

ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেছেন, ‘অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মঙ্গলবার ( জানুয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে বুধবার ( জানুয়ারি) ভোটগ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্যারেড ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএসপি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে কেউ অনিয়ম কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি অফিসার আশাদুল ইসলাম, থানার এসআই সঞ্জয় কুমার সাহা, ডিএসবি এসআই আব্দুর রশিদ প্রমুখ।

নূর/এম. জামান

আর্কাইভ