
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:৪৬ এএম
রংপুরের কাউনিয়ার হারাগাছ থেকে অপহরণের ২১
দিন পর যৌথ অভিযান
চালিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার
করা হয়েছে। এ সময় অপহরণের
সঙ্গে জড়িত নাজির হোসেনকে
(১৬) গ্রেফতার করা হয়।
সোমবার
(৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্টোপলিটন
পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
রোববার
(২ জানুয়ারি) রাতে যৌথভাবে অভিযান
চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার
করে হারাগাছ থানা পুলিশ ও র্যাব-১৩। গ্রেফতার
নাজির হোসেন রংপুর মহানগরের হারাগাছের
কিসামত সরদার পাড়া গ্রামের বাবুল
মিয়ার ছেলে।
মামলা
বিবরণে জানা যায়, হারাগাছের
দালালহাট এলাকার স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের
অষ্ঠম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে
কয়েক মাস আগে একই
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাজির হোসেনের পরিচয় হয়। এরপর থেকে
ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল নাজির
হোসেন। মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তাকে অপহরণের
হুমকি দেয় ছেলেটি। এরপর
গত ১২ ডিসেম্বর দুপুরের
দিকে বিদ্যালয়ে পরীক্ষার খাতা নেয়ার জন্য
আসার পর থেকে মেয়েটি
নিখোঁজ হয়। পরে খোঁজখবর
নিয়ে জানা যায় ওই
মেয়েকে নাজির হোসেন তার ভগ্নিপতি ও
তিন বন্ধুর সহযোগিতায় অপহরণ করে অজ্ঞাত স্থানে
আটকে রেখেছে।
এ
ঘটনায় গত ১৫ ডিসেম্বর
মেয়েটির বাবা বাদী হয়ে
নাজির হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে
হারাগাছ থানায় একটি অপহরণ মামলা
দায়ের করেন।
মামলা
দায়েরের পর তথ্য প্রযুক্তির
সহযোগিতায় রোববার র্যাব ও
পুলিশ যৌথ অভিযান চালিয়ে
রংপুরের পীরগাছা উপজেলার সাতদারগা গ্রামে নাজির হোসেনের ভগ্নিপতির বাড়ি থেকে ওই
স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময়
ঘটনাস্থল থেকে অপহরণকারী নাজির
হোসেনকে আটক করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম
জানান, অপহরণকারীকে আটক করে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
নূর/এম. জামান