• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কম্বলের সন্ধানে ছুটছে মানুষ

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:১৩ এএম

কম্বলের সন্ধানে ছুটছে মানুষ

গাইবান্ধা প্রতিনিধি

শীতের থাবায় কাঁপছে গাইবান্ধার মানুষ। শীতে বিপন্ন এসব মানুষের মধ্যে চরম বেকায়দায় পড়েছে ছিন্নমূল পরিবারের সদস্যরা। দুর্যোগ থেকে রেহাই পেতে শীতবস্ত্রের সন্ধানে ছুটছে এদিক-সেদিক। কোনো স্থানে কম্বল বিতরণের খবর কানে পড়লে সেখানেই ঢল নামছে তাদের।

সোমবার ( জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণকালে দেখায় সহস্রাধিক মানুষে ভিড়। এখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছিলেন গাইবান্ধা- আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

দুপুরের দিকে কম্বল বিতরণ প্রস্তুতিতে যেন জনস্রোত নামে ওই বিদ্যালয় চত্বরে। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা কনকনে শীতকে উপেক্ষা করে দুস্থরা ছুটে আসে কম্বল নিতে। এরপর অপেক্ষা করতে থাকে একটি মাত্র কম্বলের আশায়। আয়োজকও চেষ্টা করে তাদের হাতে কম্বল তুলে দিতে। সময় প্রায় হাজার শীতার্ত মানুষকে দেয়া হয় কম্বল। শীত দুর্ভোগে কম্বল পেয়ে মহাখুশি ছিন্নমূল মানুষেরা।

বৃদ্ধা নছিমন বেওয়া বলেন, ‘মোর সংসার চলে না বাহে। মানসের বাড়িত কাম করি খাম। ন্যাপ-তোষক কিনবার পাম না। আইতোত জারে গাও কাঁপে। আজ এমপির কম্বল পায়া মোর উপগার হলো বাবা।

সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘শীতবস্ত্রের অভাবে গরিব মানুষেরা কষ্ট না পায়, সেদিক বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে কম্বল বিতরণ অব্যাহত রাখা হয়েছে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ