প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৩:০৩ এএম
মাছের পেট থেকে মিলল
৪ আনা স্বর্ণের চেইন।
সোমবার (৩ জানুয়ারি) সকালে
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের রিয়াস মিস্ত্রিপাড়া গ্রামের স্বর্ণকার সুশান্ত সরকারের বাড়িতে ঘটনাটি ঘটেছে। চেইনটি দেখতে এখন তার বাড়িতে
ভিড় করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ।
জানা
যায়, সোমবার বেলা ১১টার দিকে
দুটি মাছ কিনে বাসায়
পাঠায় সুশান্ত সরকার। পরে মাছ দুটি
ছেলের বউ আঁশ তুলে
পিস করে। পরিত্যক্ত
অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির
সঙ্গে চেইন জড়িয়ে থাকতে
দেখতে পায়। পরে চেইনটি
পানি দিয়ে পরিষ্কারের পর
পরীক্ষা করে জানা
যায় ১৮ ক্যারেট সোনার
তৈরি ৪ আনা চেইন।
সুশান্তের স্ত্রী চন্দনা রাণী বলেন, ‘বইয়ে পড়া গল্পের মতো যেন বাস্তবে সত্য হলো। সকালে মাছ দুটি ছেলের বউকে কাটতে বলি, পরে মাছগুলো পিস পিস করার পর মাছের অংশ ফেলতে গিয়ে মাছের নাড়ির মধ্যে চেইন জড়িয়ে থাকতে দেখতে পাই।’
স্বর্ণকার
সুশান্ত সরকার বলেন, ‘সকালে বাজার থেকে দুটি রুই
মাছ কিনে বাড়িতে পাঠাই।
পরে বাড়ি থেকে খবর পাই
একটির পেট থেকে স্বর্ণের
চেইন পাওয়া গেছে।’
নূর/এম. জামান