• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় দুই আদিবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০২:১৩ এএম

গাইবান্ধায় দুই আদিবাসীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় অনিল মরমু (৪০) তার স্ত্রী সুমি হেমরন (৩৫) নামের দুই আদিবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার ( জানুয়ারি) উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিল মরমু চুঙ্গুরা আদিবাসী পল্লীর মৃত হিরণ মরমুর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী জানান, স্বামী অনিল মরমু শয়নঘরের ধর্ণার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের বারান্দায় একটি খাটের ওপর তার স্ত্রী সুমির মরদেহ পড়ে আছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় ফাঁসি থেকে অনিল মরমুর মরদেহ নামানো হয়। অনিল মরমুর স্ত্রী সুমি হিমরনের মুখে দুর্গন্ধযুক্ত সাদা ফেনা লক্ষ করা গেছে। তবে কী কারণে এমন মৃত্যু তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ