• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৯:৫৯ পিএম

সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

বর্তমান সরকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে ছামিউল ইসলাম নামের নবনির্বাচিত ইউপি সদস্য। সোমবার ( জানুয়ারি) পলাশবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সময় ছামিউল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউপির ৬নং ওয়ার্ডের একজন সাধারণ সদস্য হিসেবে অংশগ্রহণ করি। আমার প্রতীক ছিল মোরগ। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৫টায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রাপ্ত ভোটের ফলাফল প্রকাশ করেন। আমি ছামিউল ইসলাম শামিম ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হই। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নওশা মিয়া ৫২৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অধিষ্ঠিত হয়ে তিনি পরাজয় মেনে নিতে না পেরে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছেন। তিনি নির্বাচন কমিশন, বর্তমান সরকার আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক অভিযোগ  অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্লেখিত ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ছামিউল ইসলাম শামিমের সঙ্গে আব্দুর বারি মণ্ডল, আশরাফুল আলম হামিদুল হক মণ্ডল উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

আর্কাইভ