• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বেরোবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রলোভন, কর্তৃপক্ষের জিডি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০২:৫০ এএম

বেরোবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রলোভন, কর্তৃপক্ষের জিডি

রংপুর ব্যুরো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষে জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রলোভন দেখানোর অভিযোগে আইনী ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২ জানুয়ারি)  বিকেলে সিটি নিউজ কে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বেরোবির জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী।

এর আগে শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায়  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী রংপুর তাজহাট থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রক্টর অভিযোগ করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় শনিবার একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপ চালু করে ভর্তির প্রলোভন দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের  আশঙ্কা, অসাধু চক্রটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ভুয়া তথ্য সরবরাহ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অভিযোগে আরও বলা হয়েছে, শনিবার সকালে ‘brur চান্স ১০০% করে দিব নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের চান্স পেয়ে দেব। এতে খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা।

শনিবার দুপুরে একই গ্রুপ থেকে আরেকটি মেসেজ শেয়ার করা হয়। সেখানে লেখা ছিল যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন।

এ বিষয়ে বেরোবির প্রক্টর গোলাম রব্বানী বলেন, জালিয়াতির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নেই। মেধা তালিকা থেকেই যথাযথ নিয়ম অনুসারে ভর্তি হতে হবে। যারা জালিয়াতির মাধ্যমে ভর্তি করানোর প্রলোভন দেখাচ্ছে তাদের ফাঁদে পা না দেওয়ার আহবান জানান তিনি।

রংপুর মহানগর পুলিশের  তাজহাট থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ বলেন, থানায় একট সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‍তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ