• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ০৭:২৫ এএম

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবু রায়হান ওরফে আল মামুন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ময়দান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন ওই এলাকার মো. আলাল উদ্দিনের চতুর্থ ছেলে। সে রাজিবপুর আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সুত্র জানায়,  আবু রায়হান ওরফে আল মামুন বাড়ির পাশে মাঠ বানিয়ে নিয়মিত বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলত। ঘটনার দিন সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে যায় আল মামুন। খেলতে গিয়ে মাঠের লাইট জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায়। পরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় আল মামুন। তার বন্ধুদের ডাক চিৎকারে স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

অর্ণব

আর্কাইভ