• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লাশ হয়ে ফিরল গাইবান্ধার বিপ্লব

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৮:৪৬ পিএম

লাশ হয়ে ফিরল গাইবান্ধার বিপ্লব

গাইবান্ধা প্রতিনিধি

ইতালির সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাশ হয়ে ফিরল বিপ্লব সরকার নামের এক যুবক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জে পৃথক দুটি জানাজা শেষে দরবস্ত ইউনিয়নে বিশুবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

নিহতের স্বজনেরা জানায়, গত ডিসেম্বর সন্ধ্যার পর ইতালির মোনফালকোনে নামক শহরে এক সড়ক দুর্ঘটনায় মারা যায় বিপ্লব সরকার। তথ্য জানার পর পরিবারের পক্ষ থেকে নিহতের মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ থেকে যাবতীয় ডকুমেন্ট পাঠানোর পর ইতালি সরকারের বিভিন্ন নিয়ম প্রক্রিয়া শেষে তার মরদেহের ছাড়পত্র প্রদান করে।

ছাড়পত্র পাবার বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিহতের লাশবাহী কফিনটি গ্রহণ করে পরিবার। রাতে সড়কপথে মরদেহ গোবিন্দগঞ্জ ফিরেছে।

জানা গেছে, বিপ্লব সরকার গত বছর ধরে ইতালির মোনফালকোনে শহরের এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার বয়েজ উদ্দীনের ছেলে।

নূর/এম. জামান

আর্কাইভ