দেশজুড়ে ডেস্ক
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বেনুয়ারচর গ্রামের দিনমজুর ময়েছেন আলী (২৯)। এক সন্তানের জনক তিনি। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এই দিনমজুর।
সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ময়েছেন আলী। প্রায় এক সপ্তাহ কাটান বিছানায়। তখন তার শরীরে ক্ষত চিহ্ন দেখতে পান স্ত্রী রিনা বেগম। ময়েছেনের ওই ক্ষতগুলোতে লেখা রয়েছে, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যারা মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে তারা আলবদর রাজাকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, যত দিন রবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এবং ফরিদুল হক খান দুলাল এমপিকে ধর্ম প্রতিমন্ত্রী করায় শেখ হাসিনাকে ধন্যবাদ’।
ময়েছেন আলী জানান, পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর স্মৃতি ধরে রাখতে ময়েছেন আলী প্রথম বাম হাতে লেখেন, ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সরকার বারবার দরকার, যতদিন রবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে বুকে ও পেটে লেখেন, ‘যারা মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে তারা আলবদর রাজাকার’।
তিনি বলেন, 'শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি প্রতিবাদ করি। আমি এই কাজটি কাউকে দেখানোর জন্য করিনি। আমার কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা ও আওয়ামী লীগের রাজনীতির অনুসারী হিসেবে আমি এ কাজ করেছি।'
মুজিবপ্রেমী ময়েছেন আরও জানান, স্টিলের প্লেইনশিট দিয়ে প্রথমে শরীরে ক্ষত করেন তিনি। ক্ষতটি দীর্ঘস্থায়ী করতে তাতে ঢালেন এসিড। পুরো কাজটি করেছেন সবার অগোচরে। এমনকি তার পরিবারের কেউ বিষয়টি টের পায়নি। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারা শরীর ক্ষত-বিক্ষত দেখতে পান তার স্ত্রী রিনা বেগম।
দলীয় কোনো পদ ও কর্মসূচিতে সক্রিয় না হয়েও নিজেকে ক্ষত-বিক্ষত করে এমন বিরল ভালোবাসা প্রকাশ করায় বিস্মিত স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
এ বিষয়ে চরপুটিমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, 'দরিদ্র ময়েছেন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও বাংলাদেশকে ভালোবেসে নিজের শরীর কেটে কথাগুলো লিখেছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারের কাছে দাবি জানাই।'
ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বলেন, 'ব্যক্তিগত ভালোবাসা থেকেই ময়েছেন আলী নিজের শরীর কেটে স্লোগান লিখেছেন। এমন মানুষ আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এদের জন্যই বাংলাদেশ একদিন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।'
এএএম/সবুজ
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন