• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইয়াস : গাছ উপড়ে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৮:০৮ এএম

ইয়াস : গাছ উপড়ে এক কৃষকের মৃত্যু

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াস'র প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত ও জোয়ারের সৃষ্টি হয়েছে। দ্বীপ জেলা হিসেবে খ্যাত ভোলায় প্রচণ্ড বাতাসের গাছ উপড়ে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (২৫ মে) রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আবু তাহের (৪৮) ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের গফুর আলী পাটোয়ারীর ছেলে।

স্থানীয়রা জানান, টয়লেটে যেতে রাত ১০টার দিকে ঘর থেকে বের হয় আবু তাহের। এ সময় ঝড়ের তীব্র বাতাসে একটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আর রাতে ১২ টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএএম

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ