• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ঘূর্ণিঝড় ইয়াস : বরগুনার ১০ গ্রাম প্লাবিত

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৪:১৫ এএম

ঘূর্ণিঝড় ইয়াস : বরগুনার ১০ গ্রাম প্লাবিত

বরগুনা প্রতিনিধি

উপকূলের জেলা বরগুনা। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে জেলার নদ-নদীতে জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে। এতে করে ছয়টি স্থানের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১০টি গ্রাম। 

এছাড়াও বেশ কয়েকটি বেড়ি বাঁধ উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী কাইসার আলম জানান, রাত ১১টার দিকে বলেশ্বর নদীতে স্বাভাবিকের থেকে চার ফুট পানি বৃদ্ধি পায়। ফলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, তালতলী উপজেলার তেতুলবাড়িয়া ও জজয়ালভাংগা এলাকার বেড়িবাঁধ ছুটে যায়। একই সময়ে বিষখালী নদীতে তিন ফুট পানি বৃদ্ধি পেয়ে সদরের আয়লা-পাতাকাটা ও ঢলুয়া এলাকায় বেড়িবাঁধ ছুটে প্লাবিত হয় শত শত বসতঘর। 

বামনার রামনা বেড়িবাঁধও ছুটে গেছে। বন্যা শুরুর আগেই ভাঙা অংশগুলো মেরামত করতে রাতেই কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

টিআর

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ