• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মাথায় চুল কেটে নৌকা প্রতীক এঁকে নির্বাচনী প্রচারণা

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:৩৫ এএম

মাথায় চুল কেটে নৌকা প্রতীক এঁকে নির্বাচনী প্রচারণা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রিয় দলকে মানুষের সামনে উপস্থাপন করতে নানান রঙ আর ঢঙের আয়োজনে হাজারো প্রতীকী চিহ্ন এঁকে সমর্থকদের উপস্থাপনের জুড়ি নেই। নৌকা প্রতীকের ডিজাইনে চুল কেটে মাথায় নিয়ে নির্বাচনী প্রচারণা করে অবাক করে দিয়েছেন কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার দিনমজুর রহিজ উদ্দিন।

তিনি একজন আওয়ামী সমর্থক। পেশায় দিন-মজুর হলেও আওয়ামী লীগের প্রতি অগাধ ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এই প্রতীকটি আঁকিয়েছেন। রহিজ উদ্দিন উপজেলার শৌলমারী ইউনিয়নের নং ওর্য়াডের মৃত মিছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, রহিম উদ্দিন পেশায় একজন দিনমজুর। মেয়ে স্ত্রীকে নিয়ে তার সংসার। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। বুধবার ( জানুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নৌকার ডিজাইনে মাথার চুল কাটিয়েছেন তিনি। নৌকার প্রতি তার এই ভালোবাসা দেখে গ্রামের আশেপাশের লোকের মুখে মুখে এখন তার নাম। তার কাজ মেনে নিয়েছেন পরিবাবের সবাই।

নৌকার ডিজাইনে চুল কাটার বিষয়ে মো. রহিজউদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কাকে তিনি মন থেকে পছন্দ করেন। তাই নৌকার ছবি তিনি মাথায় তুলেছেন।

মো. রহিজউদ্দিন আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাকে তিনি ছোটবেলা থেকে পছন্দ করতেন। দেশের প্রতি ভালোবাসা নৌকাকে মনে প্রাণে ভালোবেসে তিনি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের জন্য এর চেয়েও কঠিন কাজও করতেও প্রস্তুত আছেন বলে জানান তিনি।

রহিজউদ্দিন বলেন, ‘সবার নিকট অনুরোধ, আমরা সবাই যেন নৌকা মার্কায় একটি করে ভোট দেই। নৌকার প্রতি ভালোবাসার কথা শুনে তার সঙ্গে দেখা করতে ছুটে আসেন, ২নং শৌলমারী ইউনিয়নের নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম।

রহিজউদ্দিনের বিষয়ে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘নৌকার প্রতি রহিজ উদ্দিনের ভালোবাসা দেখে আমি সত্যিই খুবই খুশি। সব সময় রহিজউদ্দিনের পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

বুধবার পঞ্চম ধাপে কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর উপজেলার ৬টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হবে।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ