• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুন্দরগঞ্জের ১২ মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকাঘর

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:২৭ এএম

সুন্দরগঞ্জের ১২ মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকাঘর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অসচ্ছল ১২ মুক্তিযোদ্ধা পাচ্ছেন সরকারি পাকাঘর। কাজে ব্যয় হবে কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিবারের জন্য বরাদ্দকৃত আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ।

সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ঠিকাদার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সন্তান এম. মতিন পারভেজ রিপন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ১ম দফায় ১২টি আবাসন নির্মাণকাজে ব্যয় হবে কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। গাইবান্ধার ঠিকাদারি প্রতিষ্ঠান রকিব ট্রেডার্স আবাসন নির্মাণ প্রকল্পের কাজ করছে। আগামী ৭৫ দিনের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

নূর/ডা

আর্কাইভ