• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ছেলের বিপক্ষে মা পেলেন ১৭ ভোট

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১০:৪৮ পিএম

গাইবান্ধায় ছেলের বিপক্ষে মা পেলেন ১৭ ভোট

গাইবান্ধা প্রতিনিধি

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোটযুদ্ধ করছিলেন মা ছেলে। শালমারা ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুজনই হেরে যান। ছেলে  হাজার ৫৯৯ ভোট পেলেও মা পেয়েছেন মাত্র ১৭ ভোট।

জানা গেছে, শালমারা ইউনিয়নের বাসিন্দা আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন ঘোড়া প্রতীক নিয়ে এবং তার মা মোছা. মিহিলিকা বেগম টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ছেলে ইমরান হোসেন হাজার ৫৯৯ ভোট পেয়েছেন। তিনি বিজয়ী প্রার্থী হতে হাজার ৬৮২ ভোট কম পাওয়ায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। আর তার মা মিহিলিকা বেগম টেলিফোন প্রতীকে পেয়েছেন মাত্র ১৭ ভোট। ছেলের অপেক্ষায় মা কম ভোট পাওয়া নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে।

বিষয়ে জানতে চাইলে ইমরান হোসেন বলেন, ‘প্রাথির্তা    জটিলতার কারণে আমরা মা-ছেলে দুজনই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। পরবর্তীতে সময় সংকীর্ণতায় মায়ের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি। তবে ভোটের মাঠে শুধু আমিই ঘোড়া মার্কা প্রতীকে মার্কা ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছি। আমার মা আমার পক্ষেই প্রচার-প্রচারণা চালিয়েছেন।

তিনি আরও বলেন, ‘তবুও ব্যালটে প্রতীক থাকায় আমার মা টেলিফোন প্রতীকে ১৭টি ভোট পেয়েছেন।

নূর/ডা

আর্কাইভ