• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

রংপুরে শপথ নিলেন ২৩ ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৩:১৫ এএম

রংপুরে শপথ নিলেন ২৩ ইউপি চেয়ারম্যান

রংপুর ব্যুরো

রংপুরে দ্বিতীয় তৃতীয় ধাপে অনুষ্ঠিত (পীরগাছা, পীরগঞ্জ কাউনিয়া) তিন উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান।

শপথগ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে নির্বাচিত পীরগঞ্জ উপজেলার জন, পীরগাছা উপজেলার জন এবং তৃতীয় ধাপে নির্বাচিত কাউনিয়া উপজেলার জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছর মেয়াদে তারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান নির্বাচিত চেয়ারম্যানগণকে নিজ নিজ ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথবাক্য পাঠ করানো শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তা ২৩ ইউনিয়নের সচিবরা উপস্থিত ছিলেন।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ