• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বড় ভাইদের হারিয়ে ছোট ভাইয়ের বাজিমাত

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০২:১৫ এএম

বড় ভাইদের হারিয়ে ছোট ভাইয়ের বাজিমাত

হাসান আল সাকিব, রংপুর ব্যুরো

রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপন তিন ভাই। তবে শেষ মুহূর্তে বড় দুই ভাইকে হারিয়ে হাজার ৬৫৩ ভোট পেয়ে বাজিমাত করেছেন ছোট ভাই শহিদুল হক মানিক।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন করা তিন ভাই হলেন- ওই এলাকার মৃত তসির উদ্দিনের তিন ছেলের মধ্যে বড় ছেলে একরামুল হক, মেজ ছেলে মোতালেব হোসেন অপরজন শহিদুল হক। শহিদুল আনারস, মোতালেব ঘোড়া একরামুল মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠে ছিলেন।

শহিদুল ২০০৩ সাল থেকে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে কালুপাড়া ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। আর একরামুল তিন ভাইয়ের মধ্যে বড় সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। দুই ভাইয়ের সঙ্গে মেজো ভাই মোতালেব হোসেনও প্রার্থী ছিলেন।

এর আগে তারা নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রচারে ঝাঁপিয়ে পড়েন। সহোরদের এমন বিরল ভোটযুদ্ধ এলাকায় ভোটারদের মনে আলোচনার খোরাক জুগিয়েছিল।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শহিদুল হক মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল সরকার পেয়েছেন হাজার ৩৩৯ ভোট। এ ছাড়া শহিদুল হক মানিকের বড় ভাই সাবেক চেয়ারম্যান একরামুল হক পেয়েছেন ৭৯ ভোট, মোতালেব হোসেন পেয়েছেন হাজার ২০৮ ভোট, নৌকা প্রতীকের আব্দুল মান্নান সরকার পেয়েছেন হাজার ৬৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল হালিম পেয়েছেন ১৪৭ ভোট।

নূর/এম. জামান

আর্কাইভ