• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শপথ নিলেন নীলফামারীর ২২ ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০১:১০ এএম

শপথ নিলেন নীলফামারীর ২২ ইউপি চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার ২২ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএস, পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার মাহবুব হাসান।

গত ১১ নভেম্বর সদর উপজেলার ১১ ইউনিয়ন এবং ২৮ নভেম্বর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নূর/এম. জামান

আর্কাইভ