• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পঞ্চগড়ে নৌকার জয়জয়কার

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১০:৪৯ পিএম

পঞ্চগড়ে নৌকার জয়জয়কার

পঞ্চগড় প্রতিনিধি

চতুর্থ ধাপে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আটোয়ারীর বলরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

১০ ইউনিয়নের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৩টিতে স্বতন্ত্ররা বিজয়ী হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ১টিতে, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ১টিতে এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১টিতে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

রোববার দিবাগত রাতে বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল আলম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে বোদা উপজেলার ইউনিয়নের মধ্যে- ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল জব্বার নৌকা প্রতীকে হাজার ৭৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব আল আমিন চশমা প্রতীকে পান হাজার ৮৮৭ ভোট

বেংহারী বনগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী চশমা প্রতীকে হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক ঘোড়া প্রতীকে পান হাজার ৭৯২ ভোট।

বোদা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি ) অখিল চন্দ্র ঘোষ মোটরসাইকেল প্রতীকে হাজার ২৭২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মসিউর রহমান নৌকা প্রতীকে পান হাজার ৭০ ভোট।

কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মোমিন নৌকা প্রতীকে হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান আনারস প্রতীকে পান হাজার ২৩৯ ভোট।

বড়শশী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (জামায়াত) চশমা প্রতীকে হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মউর রহমান নৌকা প্রতীকে পান হাজার ৮৯০ ভোট।

মাড়েয়া বামনহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু আনছার মো. রেজাউল করিম শামিম নৌকা প্রতীকে হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সারোয়ার হোসেন প্রধান চশমা প্রতীকে পান হাজার ৫৭০ ভোট।

চন্দনবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম প্রধান নৌকা প্রতীকে হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদুল করিম মোটরসাইকেল  প্রতীকে পান হাজার ৬১ ভোট।

সাকোয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান নৌকা প্রতীকে হাজার ৩৭৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাফর রহমান আনারস প্রতীকে পান হাজার ৪৮৩ ভোট।

পাঁচপীর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অজয় কুমার রায় নৌকা প্রতীকে হাজার ৬৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হুমায়ূন কবীর প্রধান ঘোড়া প্রতীকে পান হাজার ৫৯০ ভোট।

ছাড়া আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে ১৮ বছর পরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন নৌকা প্রতীকে হাজার ৭৬৪টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমান মোটরসাইকেল প্রতীকে পান হাজার ৮০৩টি ভোট।

নূর/এম. জামান

আর্কাইভ