প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ১০:২৫ পিএম
কক্সবাজারের চকরিয়া উপজেলার আট ইউনিয়ন পরিষদের
নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আটটির বেসরকারি ফলাফল ঘোষণা হয়। তার মধ্যে চারটিতে আওয়ামী লীগ, চারটিতে বিদ্রোহী
ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
চকরিয়ার
চিরিংগা ইউনিয়নে নৌকার প্রার্থী শাহ নেওয়াজ রুমেন
পুরো ইউনিয়ন মিলে ভোট পেয়েছেন
মাত্র ৬৭টি। ভোটের ফল প্রকাশের পর
তার মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
সমালোচনা করছেন খোদ আওয়ামী লীগের
নেতারাও।
রিটার্নিং
কর্মকর্তা শহিদ ইসলাম জানান,
রোববার (২৬ ডিসেম্বর ) অনুষ্ঠিত
নির্বাচনে চিরিংগার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী
শাহ নেওয়াজ রুমেন পেয়েছেন ৬৭ ভোট। এ
ইউনিয়নে বিপুল ভোটে এগিয়ে থেকে
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী বদর ইসলাম।
চকরিয়া
চিরিংগা ইউনিয়নে সরকার দলীয় নৌকা প্রতীক
নিয়ে নির্বাচন করেও এত অল্প ভোট পেয়ে জামানত
হারানোয় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। নৌকার ভরাডুবি নিয়ে আলোচনায় মেতে
উঠেছেন অনেকে। দলীয় প্রতীকের এমন
বিপর্যয় দেখে খোদ আওয়ামী
লীগের নেতাকর্মীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
কক্সবাজার
জেলা নির্বাচন কর্মকর্তা এম এম শাহাদাত
হোসেন বলেন, ‘একজন প্রার্থী নির্বাচনে
প্রদত্ত ভোটের আট ভাগের এক
ভাগের চেয়ে কম ভোট
পেলে ওই প্রার্থীর জামানতের
টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়। সে হিসেবে
যারা কাস্টিং ভোটের ১ অষ্টমাংশ পাবেন
না তাদের জামানত নিয়মমতো বাজেয়াপ্ত
হওয়ার কথা। আমরা খতিয়ে
দেখব কে জামানত পাওয়ার
যোগ্য, আর কে যোগ্য
নয়। যোগ্য হলে জামানত ফেরত
পাবেন, আর না হলে
জামানতের টাকা সরকারি কোষাগারে
জমা হবে।’
নূর/এম. জামান