প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৭:২৭ পিএম
রংপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলার
১৯ ইউনিয়নের ৭টিতে নৌকা, ৩টিতে লাঙ্গল ও ১০টিতে স্বতন্ত্র
প্রার্থী জয়লাভ করেছেন।
বদরগঞ্জ
উপজেলার রাধানগর ইউনিয়নে চশমা প্রতীকের আবু
বকর সিদ্দিক, গোপীনাথপুর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুমন পাইকার, রামনাথপুর
ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের শওকত আলী, দামোদরপুর
ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের শেখ আবু বকর
সিদ্দিক এবং মধুপুর ইউনিয়নে
নৌকা প্রতীকের নুর আলম ভুট্টু
জয়লাভ করেছেন।
এ
ছাড়া গোপালপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের শামসুল
আলম, কুতুবপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের মোস্তাক
চৌধুরী, কালুপাড়া ইউনিয়নে আনারস প্রতীকের শহিদুল হক মানিক, বিষ্ণুপুর
ইউনিয়নে নৌকা প্রতীকের ফিন্দউল
হাসান চৌধুরী শান্ত ও লোহানীপাড়া ইউনিয়নে
নৌকা প্রতীকের ডলু শাহ্ চেয়ারম্যান
নির্বাচিত হয়েছেন।
এই
উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী
লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র চেয়ারম্যান
পদে ৫১ জন, সাধারণ
সদস্য পদে ৩৩৭ জন
এবং সংরক্ষিত নারী সদস্য পদে
১৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
করেন। ৯৩টি ভোটকেন্দ্রে মোট
ভোটার ছিলেন ২ লাখ
৪ হাজার ৯৪০ জন।
অপরদিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম লেবু, লক্ষ্মীটারী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ্ আল হাদী, মর্ণেয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের জিল্লুর রহমান, গজঘণ্টা ইউনিয়নে নৌকা প্রতীকের লিয়াকত আলী, বেতগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের মোহাইমিন ইসলাম মারুফ, বড় বিল ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শহীদ চৌধুরী দ্বীপ, কোলকোন্দ ইউনিয়নে লাঙ্গল প্রতীকে আব্দুর রউফ, আলমবিদিতর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র (বিএনপি) মোকাররম হোসেন সুজন এবং নোহালী ইউনিয়নে লাঙ্গল প্রতীকে আশরাফ আলী বিজয়ী হয়েছেন।
এই
উপজেলার ৯ ইউনিয়নের ১০৭টি
কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট
ভোটার ছিলেন ২ লাখ
১৭ হাজার ১৭৩ জন। ৯
ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন,
সাধারণ সদস্য পদে ৩৬৬ ও
সংরক্ষিত নারী সদস্য পদে
১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা
করেন।
জেলার
সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর
ঘটনা ছাড়াই দুটি উপজেলার ১৯
ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে
যা যা করণীয় ছিল
তা করেছে প্রশাসন। এ নির্বাচনে সব ক’টি
ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’
নূর/এম. জামান