• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফের মেয়র হলেন জামাল মোল্লা

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৩:৫৪ এএম

ফের মেয়র হলেন জামাল মোল্লা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রায়পুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে মেয়র পদে জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২৬ হাজার ৫১৫ জন। এর মধ্যে ১৩ হাজার ৫৬৭ জন মহিলা। ১২ হাজার ৯৫০ জন পুরুষ ভোটার। ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৮৩টি। জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মাহবুব আলম শাহীন ৫ হাজার ২৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র জামাল মোল্লা মোবাইল প্রতীক নিয়ে হাজার ৮০৪ ভোট, সাবেক মেয়র আবদুল কুদ্দুস নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন হাজার ৭৭২, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন জগ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন হাজার ৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শামিম মোল্লা হাত পাখা নিয়ে ভোট পেয়েছেন ৩৯০ ভোট।

নরসিংদী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, রায়পুরা পৌরসভা প্রথমবারের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে একটি কেন্দ্র ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী হাকিম প্রস্তুত ছিল। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী জামাল মোল্লা মেয়র পদে বিজয়ী হয়েছেন।

নূর/ডা

আর্কাইভ