• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জ ইউপি নির্বাচনে সংঘর্ষ, আহত ১১

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১১:২৮ পিএম

গোবিন্দগঞ্জ ইউপি নির্বাচনে সংঘর্ষ, আহত ১১

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে টিউওয়েল প্রতীক প্রার্থী জাহাঙ্গীর হোসেন আপেল প্রতীকের প্রার্থী গুলজার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সময় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, গোবিন্দগঞ্জের পাঁচ গাছি ভোটকেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলী গুরুতর আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পলাশবাড়ী উপজেলার দুইটি ইউনিয়ন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নূর/ডা

আর্কাইভ