• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নাটোরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১১:১৮ পিএম

নাটোরে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ১২ ইউনিয়নে ১১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ, এখন চলছে গণনা। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪০২, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৩ হাজার ৭২৪ জন।

ভোটার বরকত আলী বলেন, ‘খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। কোনো ধরনের সমস্যা হয়নি।ভোটার মো. রাব্বি বলেন, ‘সকাল সকাল ভোট দিতে এসেছি। আমার ভোট দিতে পেরে আমি খুশি।

উপজেলা নির্বাচন কর্মকতা সাইফুল আলম বলেন, ‘১২টি ইউনিয়নে সুষ্ঠুভাবে

নির্বাচন পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, ্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছে।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘সিংড়া উপজেলার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সহিংসতা মুক্ত করার জন্য প্রত্যকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ছিল।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ