• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৫:৫০ পিএম

আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় বাসচাপায় আনিছুর রহমান (৩৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাসুরিয়া গ্রামের সাবের আলীর ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গার্মেন্টস ছুটির পর ব্যাটারি চালিত ভ্যানে করে বাসায় ফিরছিলেন আনিছুর। পথিমধ্যে ডিইপিজেড এলাকায় পৌঁছলে পেছন থেকে নাবিল পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান আনিছুর।

এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বাসসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ