• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে’

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১১:৩৭ পিএম

‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে’

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর) ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটদান করতে পারেন- সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৫ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্যারেড ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আশা করছি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সময় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাইস মো. জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, ডিআই অন আকমল হোসেনডিআই টু আফজাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার আশাদুল ইসলাম, এসআই আলাউদ্দিন, এসআই আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নূর/ডা

আর্কাইভ