• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১০:১৩ পিএম

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. মাহফুজুল হক লিটন (৪৭) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১২ (র‌্যাব) সদস্যরা। উপজেলার হোড়গাঁতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব-১২র স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গার হোড়গাঁতী গ্রামে অভিযান চালিয়ে মাহফুজুল হক লিটনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি লোহার তৈরি দেশীয় রামদা, ১টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভিন্ন অপরাধমূলক কাজ করার জন্য তার বাড়ির ঘরের ভিতর দেশীয় অস্ত্র রাখিয়াছে বলে স্বীকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেডআই/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ