• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে বড়দিন উদযাপন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৮:৪০ পিএম

রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে বড়দিন উদযাপন

রাজশাহী ব্যুরো

নানা আয়োজনে রাজশাহীতে খ্রিস্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হচ্ছে। করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় গানের সুরে সুরে বাগানপাড়া ও সিটি চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় চার্চের মধ্যে সবাই গেয়ে ওঠেন। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাহার প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’ বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিস্টান সম্প্রদায় বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা। 

বিশেষ উপাসনা শেষে দুপুরে ছিল প্রীতিভোজ। শুভ বড়দিন উপলক্ষে রাতে কীর্তন গান প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বিভিন্ন চার্চে।

এ ছাড়া সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চসহ শুক্রবার দিবাগত রাত থেকেই রাজশাহীর ২১টি ধর্মপল্লীর গির্জায় হয় বিশেষ প্রার্থনা। শনিবার সকালে ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়। মহামারি করোনাকালে গত দুই বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কিছুটা বেশি।

রাজশাহী মহানগরীর বাগানপাড়া চার্চের ফাদার জেভাস রোজারিও জানান, দিনটি উপলক্ষে খ্রিস্টান পরিবারগুলোতে কেকসহ রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ধর্মীয় গানের আসর। প্রার্থনায় করোনা মহামারি ও সকল প্রকার রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এদিকে, রাজশাহীর গির্জা ও হোটেলেগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজ-সজ্জায় সেজেছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। 

গির্জা ও অভিজাত হোটেলগুলোতে টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাড়ি-গোঁফের বুড়ো সান্তা ক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিচ্ছেন মজার মজার সব উপহার।

রাজশাহীর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, দিনটি উদযাপনের লক্ষ্যে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ বছরও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বড়দিন উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যেই আনন্দঘন পরিবেশে সবাই বড়দিন উদযাপন করছেন।

জেডআই/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ