• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গ্রামাঞ্চলের জনপ্রিয় তরকারি কলার মোঁচা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১২:১১ এএম

গ্রামাঞ্চলের জনপ্রিয় তরকারি কলার মোঁচা

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি

কলার মোঁচায় রয়েছে অধিক পুষ্টিগুণ। গ্রামাঞ্চলের অনেকে এ সম্পর্কে অজ্ঞ। তবে এটি তরকারি হিসেবে অধিকাংশ মানুষের প্রিয় খাবার। হাট-বাজারে কিনতে না পাওয়ায় তারা এখনও কলার মোঁচার খোঁজে ছোটেন গ্রাম থেকে গ্রামান্তরে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা এলাকার একটি গ্রামীণ মেঠো পথের ধারে কলাগাছে ঝুলতে দেখা যায় এই মোঁচাটি। এ সময় লাঠির মাথায় কাস্তে লাগিয়ে কাটার প্রস্তুতি নিচ্ছেলেন রহিমা বেওয়া নামের এক গৃহবধূ।

জানা যায়, এক সময় গাইবান্ধার প্রত্যান্ত অঞ্চলের বাড়ি উঠানে বা রাস্তার ধারে সারিবদ্ধভাবে রোপণ করা হতো কলাগাছের চারা। এ চারাগুলো বড়ো হয়ে বেড় হতো কলার মোঁচা। এ মোঁচা থেকে পাওয়া যেত কলা। আর কলার ছড়ির নিচে ঝুলে থাকত মোঁচা। এ মোঁচাটি খাওয়া হতো তরকারি হিসেবে। অনন্য স্বাদের এ তরকারি ছিল সবার প্রিয়। কিন্তু কালের বিবর্তনে এখন আর অহরহ চোখে পড়ে না কলাগাছ। ফলের কলা মোঁচার স্বাদের টানে অনেকে খুঁজে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্ত।


এই মোঁচা সম্পর্কে একাধিক চিকিৎসক জানিয়েছেন, কলার মোঁচা অতিরিক্ত রক্তস্রাব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। দই দিয়ে কলার মোঁচা রান্না করে খেলে শরীরের প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ ঘটিয়ে রক্তক্ষরণ কমাতে পারে। এ কারণেই নারীর খাদ্য তালিকায় কলার মোঁচা রাখা গুরুত্বপূর্ণ।

কলার মোঁচাতে রয়েছে ফাইবার, যাতে উচ্চ মাত্রার লৌহ উপাদান থাকে এবং লোহিত কণিকার উৎপাদন বাড়ায়। এতে করে হিমোগ্লোবিন এর মাত্রা বেড়ে যায়। ফলে নিয়মিত কলার মোঁচা খেলে রক্তে চিনির মাত্রা কমে ও ইনসুলিনের মাত্রা ঠিক থাকে। অর্থাৎ ডায়াবেটিস ও রক্তশূন্যতা দূর করতে কলার মোঁচা বেশ উপকারী।

উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম কলার মোঁচায় থাকে। যা বিষন্নতা দূর করে মেজাজ ভালো রাখতে সাহায্য করে। অর্থাৎ মনের বিষন্নতাকে দূর করে মনের উৎফুল্লতা ফিরিয়ে আনতে কলার মোঁচা উপকারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, ‘কলার মোঁচার ইথানল-যুক্ত উপকরণ প্যাথজেনিক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করে। এ কারণে কলার মোঁচা সংক্রমণ প্রতিরোধেও কার্যকর। নতুন জন্ম দেয়া মায়েদের জন্য কলার মোঁচা বেশ উপকারী। কারণ কলার মোঁচা মাতৃদুগ্ধ তৈরিতে ভূমিকা রাখে।

এস/এএমকে

আর্কাইভ