• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১২:৩৬ এএম

নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর ইউনিয়নে রাতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত প্রতীকী নৌকা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত নৌকাটিকে অক্ষত দেখলেও মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নৌকাটিকে পোড়ানো অবস্থায় গাছে ঝোলানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। ঘটনায় ইউনিয়নটির নৌকার প্রার্থী শঙ্কিত বোধ করছেন বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোর রাতে দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অর্জুনডারা গ্রামের অর্জুনডারা ব্রিজেরসংলগ্ন কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নৌকার প্রার্থীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে নৌকার কর্মী-সমর্থকরা। এই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

দুর্গাপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মো. খায়রুল ইসলাম বাবলু সরকার বলেন, ‘সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর নির্বাচনী সভা শেষ করে যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে একটি মোটরসাইকেলের বহর অনুসরণ করে। এরপর আমি বাড়িতে গেলে একটি মোটরসাইকেলের বহর রাত ১টার পর অর্জুনডারা ব্রিজের কাছে এসে অবস্থান নেয়। সকালে আমার কাছে খবর আসে রাস্তায় ঝুলানো একটি নৌকা পুড়িয়ে দেয়া হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাবলু সরকার আরও বলেন, ‘নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এমন কর্মকাণ্ডে আমি শঙ্কিত। গত রাতে আমার ওপর হামলার চেষ্টা করা হয়। রাতে নৌকা পোড়ানো হয়। ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ব্যাপারে দুর্গাপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার ( ২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে জেলার দুইটি উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ