• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১০:৫১ পিএম

চুয়াডাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় বাসচাপায় কামরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় জেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম যশোর জেলা সদরের নাজিরশংকরপুর গ্রামের মৃত নোয়াজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম দামুড়হুদা ডুগডুগি বাজার থেকে দর্শনার দিকে যাওয়ার সময় এবং অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সময় পেছন দিক জীবননগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন কামরুল ইসলাম।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এইচ এম লুৎফুল কবির জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নূর/এম. জামান

আর্কাইভ