• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ঠেকাতে বাড়ি ঘেরাওয়ের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:০২ এএম

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ঠেকাতে বাড়ি ঘেরাওয়ের অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের নির্বাচনী প্রচারণা ঠেকাতে বাড়ি ঘেরাও করে পাহারা বসানোর অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থীর সমর্থক ছাত্রলীগ সভাপতিসহ নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আলতাব হোসেন জানান, সোমবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চৌগ্রাম ছাত্রলীগের সভাপতি আসিফ নেওয়াজ আগুনের নেতৃত্বে চার-পাঁচজন তার চলাচলের পথে পাহারা বসায়।

এতে করে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। এমন পাহারায় বাড়ি থেকে বের হতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি। তার নির্বাচনী প্রচারণা ঠেকাতে এমনভাবে বাধা ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এছাড়া প্রচারণা ও পোস্টার লাগানোর সময় তার পাঁচ সমর্থক ও কর্মীকে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

ছাত্রলীগ সভাপতি আগুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন, সুমন, জয় ও চেয়ারম্যান ভোলার ভাগ্নে মিঠুন এসব কাজ করেছে। হুলহুলিয়ায় তার পোস্টার লাগানোর সময় বাধা ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। তবে প্রশাসনকে জানানো ও ৯৯৯-এ কল করার পর তার বাড়ির সামনের রাস্তা থেকে সবাই সরে গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসিফ নেওয়াজ আগুনের ফোন বারবার বন্ধ পাওয়া যায়।

হুলহুলিয়া সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তৌফিক আল পরশ জানান, আমাদের গ্রামের নবনির্মিত হাইস্কুলটি এখনও উদ্বোধন হয়নি। সেখানে আমরা সকল ধরনের পোস্টার না লাগাতে গ্রামের সবাইকে অবহিত করেছি। আজ সেখানে কে বা কারা পোস্টার লাগাতে গেলে গ্রামের লোকজন স্কুলের দেয়ালে পোস্টার লাগাতে নিষেধ করেছে। এছাড়া অন্য কোথাও পোস্টার লাগানোয় নিষেধ বা পোস্টার ছেড়ার মতো কোন ঘটনা ঘটেনি।

নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা জানান, নির্বাচনকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেডআই/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ