• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

কক্সবাজারে দল থেকে বহিষ্কার দুই আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৩:২০ এএম

কক্সবাজারে দল থেকে বহিষ্কার দুই আওয়ামী লীগ নেতা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধিতা বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃতরা হলেন- হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম মিরান চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ছৈয়দ নূর।

গত ১৯ ডিসেম্বর ইউনিয়ন আওয়ামী লীগ আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয়।

আগামী ২৬ ডিসেম্বর হারবাং ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ। কিন্তু হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করে আপন ভাই জাহেদুল ইসলামকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। একই ভাবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছৈয়দ নূর বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘হারবাং ইউপি নির্বাচনে দলের দুই বিদ্রোহী প্রার্থীকে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। কিন্তু তারা শোনেননি। দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।’

এআরআই/এম. জামান

আর্কাইভ