• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও, যুবক গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০২:৪২ এএম

শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও, যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাজু শেখ গলনা গ্রামের ফজল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ওই শিক্ষিকা সোমবার সকাল সাড়ে ৮টায় গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল সম্পন্ন করতে থাকে। এ সময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই গলনা গ্রামের সাজু শেখ ও অজ্ঞাত আরও কয়েক যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষিকা চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসী বেলা ১১টার দিকে উল্লাবাজার-ফুলছড়ি সড়কের ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, ‘সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ