• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

দেওয়ানগঞ্জের পৌর মেয়রকে জেলা আ.লীগ থেকে অব্যাহতি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৯:৫৪ পিএম

দেওয়ানগঞ্জের পৌর মেয়রকে জেলা আ.লীগ থেকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহ নেওয়াজ শাহান শাহকে অব্যাহতি দেয়া হয়েছে। 

গত ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণামঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই শিক্ষা কর্মকর্তা।

নূর/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ