• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

পটুয়াখালীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৫:০৮ এএম

পটুয়াখালীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

দেশজুড়ে ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন চেয়ারম্যান শাহিন শাহ। এ সময় মহিলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু এবং তার মা সংগঠনটির সভানেত্রী নুরুন্নাহার বেগম সেখানে ঢুকে পড়েন। এতে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই ঘটনায় ২০ জন আহত হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেলে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়। মহিলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়রকে প্রাণনাশের হুমকির অভিযোগে মিছিলটি বের করা হয়।

 এআরআই/ডা

আর্কাইভ