• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৬:৪০ পিএম

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ দিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে নদী পার হচ্ছেন যাত্রীরা। উত্তাল নদী স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে বলে বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে বিকেল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

তবে খারাপ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে নৌরুটটিতে ১৭টি ফেরি চলাচল করছে। এ দিকে ফেরি চলাচল বন্ধের কোনো নির্দেশনা এখনও বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়নি।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বিআইডব্লিউটিএ‘র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ‘এ রুটে স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে। তবে আবহাওয়া খারাপ হয়ে উঠলে পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই বন্ধ রাখব। এ ছাড়া বাংলাবাজার প্রান্তে অল্প কিছু ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

ডব্লিউএস/ওবায়েদ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ