• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চলছে মৃদু শৈতপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৬:৩২ পিএম

চলছে মৃদু শৈতপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি

হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে ভিন্নভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরোদমে অনুভূত হচ্ছে শীত। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝরছে কুয়াশা। এতে পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বির্পযস্ত হয়ে পড়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসয়িাস রেকর্ড করা হয়েছে। যা বেলা ১১টায় সারা দেশের সঙ্গে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসয়িাস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, প্রতিবারের মতো এবারও কিছুটা আগেভাগে শীত পড়া শুরু করেছে। তবে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাতে শীতের দাপট অনেকটাই বেড়েছে। দিনে গরম রাতে শীত অনুভূত হচ্ছে।

শীতের তীব্রতা গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ। বৈরী আবহাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা। তবে জেলার মধ্যে সব থেকে বেশি শীত অনুভূত হয় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায়। অন্যদিকে হতদরিদ্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা উপজেলা প্রশাসন।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রাসেল শাহ্ বলেন, ‘দেশের সর্ব উত্তরের জেলার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। যার কারণে অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নূর/ডা

আর্কাইভ