• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

জবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৬:২১ পিএম

জবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর (২৩) মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৮টায় সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ট্রাক চালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেল্লালের ছেলে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, বেপরোয়া গতির ট্রাকচাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরিনা আক্তার মিতু সোনাইমুড়ী পৌরসভার নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী- ঢাকা হাইওয়ে সড়কে মারা যায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ গ্রামের ভূঁইয়া বাড়ির মোর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

নূর/ডা

আর্কাইভ