• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

‘সেবাপ্রত্যাশীরা বিনা পয়সায় সুবিধা পাবেন’

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০১:১৬ এএম

‘সেবাপ্রত্যাশীরা বিনা পয়সায় সুবিধা পাবেন’

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ‘থানা পুলিশের নিকট সেবাপ্রত্যাশীরা বিনা পয়সায় সব ধরনের সুবিধা পাবেন। থানায় ডিজি মামলা করতে কোনো টাকা-পয়সা লেনদেন করার সুযোগ নেই। কেউ যদি টাকা-পয়সা লেনদেন করে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানা সেবাপ্রত্যাশীদের বসার জন্য থানা চত্বরে গোলঘরপলাশী-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তৌহিদুল ইসলাম বলেন, ‘পরিবেশ সুন্দর থাকলে মানুষের মন ভালো থাকে। আর ভালো পরিবেশে ভালো সেবাটাই দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। কেউ যদি থানায় এসে কোনো প্রকার হয়রানির শিকার হয়, সে বিষয়ে আমাকে অবগত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’

এ সময় জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, পুলিশ পরিদর্শক রূপ কুমার সরকারসহ থানা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মোস্তাফিজুর রহমান রাজা।

নূর/এম. জামান

আর্কাইভ