প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৭:২৬ পিএম
রোববার সকালে মহাখালীর
বিপিসিএস ভবনে পরীক্ষামূলক দেশে করোনার টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে
জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া
১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা
বলেন।
ডা. জাহিদ মালেক বলেন, ‘প্রথমে সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজ দেয়া হবে।’ অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি সিঙ্গেল ডোজ এবং সাড়ে চার কোটি ডাবল ডোজ টিকা দেয়া হয়েছে। দেশে যারা বয়স্ক মানুষ রয়েছেন, ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে যেসব ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন; তাদেরকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী রোববার থেকে ট্রায়াল বুস্টার ডোজের টিকা দেয়া শুরু করা হবে।
জেডআই/এম. জামান