• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রাজশাহীতে র‌্যাবের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, গ্রেফতার ৩

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০২:৫৩ এএম

রাজশাহীতে র‌্যাবের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, গ্রেফতার ৩

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‌্যাবের সদস্যরা। এতে একজন জখম হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মাদকবিরোধী অভিযানে গেলে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে শেষ পর্যন্ত র‌্যাব সদস্যরা তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে পেরেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার এ ঘটনা জানাজানি হয়।

গ্রেফতারর তিন মাদক কারবারি হলেন-গোদাগাড়ী পৌরসভার মাদারপুর ডিমভাঙা মহল্লার নুরুজ্জামান কাজলের সৎ ছেলে শাহরিয়ার নাজিম জয় (২১), বুজরুক রাজারামপুর হলের মোড় এলাকার কবিরুল ইসলঅমের ছেলে পরশ ওরফে মাহিদ হাসান (১৯) এবং সিঅ্যান্ডবি গড়ের মাঠ এলাকার আবদুল মালেকের ছেলে তারেক মাহফুজ (১৯)।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মারুফ হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বিজয়নগর এলাকা থেকে জয়সহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৭৭ বোতল ফেনসিডিল, একটি ধারালো চাপাতি এবং একটি খেলনা পিস্তল।  এ অভিযানেই হামলার শিকার হয় র‌্যাব।

র‌্যাবের কর্মকর্তা মারুফ হোসেন খান জানান, ফেনসিডিল বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অপেক্ষা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযানে যান। তখন চারজন দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেললে পরশ তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে  কনস্টেবল মো. রোকনুজ্জামানের মাথায় আঘাতের চেষ্টা করেন। তা প্রতিহত করতে গেলে রোকনুজ্জামানের একটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। আর জয় তার কোমর থেকে একটি খেলনা পিস্তল বের করে একজন র‌্যাব সদস্যের মাথায় ধরে বলেন, ‘গুলি করে দিব’। এভাবে তারা ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা তিনজনকে ধরে ফেলে। অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ঘটনার পর আহত র‌্যাব সদস্য রোকনুজ্জামান গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় র‌্যাবের কর্মরত উপপরিদর্শক নিবাস মিস্ত্রি বাদী হয়ে গোদাগাড়ী থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে তাদের হেফাজতে মাদক রাখা, সরকারি কাজে বাধা দান, র‌্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার তিন আসামিকেও গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এস/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ