প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১১:১২ পিএম
‘আতোত কষ্টোত আচিনু বাবা।
ঠাণ্ডাত ঠিকমোতে ঘুমাবার পাম নাই। তোমরাগুলো হামাক একনা কম্বল দিয়্যা উপগার করলেন।
একন মোর ঠিকমোতে ঘুম হবি। হামাক আর ঠাণ্ডা নাগব্যার নয় বাহে।’
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পাড়ের ভিটা ফ্রেন্ডশিপ ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি কম্বল পেয়ে আঞ্চলিক ভাষায় এভাবেই কথাগুলো বলছিলেন ছকিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা।
এ সময় ওই সংগঠনটি উপজেলার সর্বানন্দের পাড়ের ভিটা, সর্দারপাড়া, নয়াপাড়া, বটের চড়া, কাসেম বাজার, পাবনাইয়া পাড়া, মিরপাড়া ও টুপামারী এলাকার ১১০ জন দুস্থ ও শীতার্ত পরিবারকে কম্বল দেয়া হয়।
পাড়ের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মো. আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান সাজু, ইউপি সদস্য মো. মগবুল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, সংগঠনটির উপদেষ্টা মো. জুয়েল সর্দার ও মো. মন্টু মিয়া, প্রধান নির্বাহী রাফি সাগর খান, সভাপতি মো. মোমিনুল ইসলাম, সহসভাপতি মো. রিমেল বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. রাসেল মিয়া, প্রচার সম্পাদক মো. ফিরোজ কবির, ক্রীড়া সম্পাদক মো. সুজন মিয়া, সহক্রীড়া সম্পাদক সাগর হোসাইন, ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, দফতর সম্পাদক মো. রাসেল শেখ, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. পাপ্পু মিয়া, সদস্য হুমায়ুন মিয়া, তুহিন মিয়া, সীমান্ত, রায়হান মিয়া, আরিফুল ইসলাম, আব্দুল খালেক, নাজমুল হোসাইন, ফিরোজ মিয়া, ফেরদাউস মিয়া, নিরব সর্দার, লাম সর্দার এবং বিশিষ্ট ব্যবসায়ী রোস্তম আলী ও লিংকন সর্দার প্রমুখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম জানান, অসহায়ের পাশে দাঁড়াতে ‘এসো জড়ো হই মানবতার তরে’ স্লোগান নিয়ে সমাজের মানুষের কল্যাণে ১৯৯৪ সালে এলাকার তরুণদের নিয়ে গড়ে ওঠে পাড়ের ভিটা ফ্রেন্ডশিপ ক্লাব।
জেডআই/