• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কর্মচারীকে নির্যাতন : শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৬:২৪ পিএম

কর্মচারীকে নির্যাতন : শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন কর্তৃক বিদ্যালয়ের কর্মচারী সাগর তালুকদারকে নির্যাতনের প্রতিবাদে জামালপুর জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সংগঠনটির সভাপতি জাফর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শাখার সভপতি মাহফুজুর রহমান রোমান প্রমুখ।

এ সময় বক্তারা চাঁদপরের মতলব উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন কর্তৃক একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী সাগর তালুকদারকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষকের বহিষ্কার ও বিচার দাবি করেন।

জেডআই/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ