• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৪:২৮ পিএম

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (২৭) নামের  এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সাঈদ হোসেন নামে আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে সল্টঘোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত আরিফুল ইসলাম (২৬) গোসাইলডাঙ্গা এলাকার মো. ইসলামের ছেলে। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

আর আহত সাঈদ একই এলাকার বাসিন্দা কাউছার আলীর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকমল হোসেন বলেন, ‘কাস্টমস এলাকার পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল থাকা দুইজন আরোহী আহত হয়। পথচারী উদ্ধার করে সিএনজি অটোরিকশা যোগে রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফ নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন আহতাবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’  

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জেডআই/ডা

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ