• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১২:৪৮ এএম

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। এখন আগুন নিয়ন্ত্রণে আছেআগুন আর বাড়বে না। তবে আগুন নেভাতে একটু সময় লাগবে বলে তিনি জানান। 

জানা যায়, কোনাবাড়ির আমবাগ এলাকার বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ স্থানীয় শাহ্ আলমের মালিকানাধীন গুদামঘর ভাড়া নিয়ে ঝুট ব্যবসা করে আসছিল। রোববার বেলা ২টার দিকে ওই ঝুট গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেনপাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

অর্ণব/এম. জামান

আর্কাইভ